'মহানবী' কোন সমাস?

A দ্বিগু

B তৎপুরুষ

C বহুব্রীহি

D কর্মধারয়

Solution

Correct Answer: Option D

- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে ।
• কর্মধারয় সমাসের আরো কিছু উদাহরণ হলোঃ
• মহাজন = মহৎ যে জন;
• নীলোৎপল = নীল যে উৎপল;
• মহারাজ = মহান যে রাজা;
• নরাধম = অধম যে নয়;
• মহাবীর = মহান যে বীর ;
মহা যে নবী = মহানবী। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions