The Prime Minister has arrived ____ London .
Solution
Correct Answer: Option C
- গন্তেব্য পৌঁছানো অর্থে Arrive in ব্যবহৃত হয়।
- কিন্তু ক্ষুদ্র এলাকা বা অঞ্চলে পৌছানোর ক্ষেত্রে Arrive at ব্যবহৃত হয়।
- আবার কোন সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রেও Arrive at ব্যবহৃত হয়।
- বাক্যের অর্থঃ প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছলেন।