রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
A ১০ দিন
B ৬ দিন
C ৯ দিন
D ১২ দিন
Solution
Correct Answer: Option B
রফিক ১ দিনে করে ১/১০ অংশ
শফিক ১ দিনে করে ১/১৫ অংশ
দুজনে ১ দিনে করে = (১/১০)+(১/১৫) অংশ
= (৩+২)/৩০ অংশ
= (৫/৩০) অংশ
= ১/৬ অংশ
১/৬ অংশ করবে ১ দিনে
১ অংশ করবে= (১×৬)/১ দিনে
= ৬ দিনে