MS Word এ Copy করার শর্টকাট কমান্ড কোনটি?
A Ctrl +P
B Ctrl +V
C Ctrl +C
D Alt +C
Solution
Correct Answer: Option C
Ctrl + P = Print (প্রিন্ট) করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl + V = Paste (পেস্ট) করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl + C = Copy (কপি) করার জন্য ব্যবহৃত হয়।
Alt + C = মেনু বার খোলার জন্য ব্যবহৃত হয়।