'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' গ্রন্থটির লেখক কে?

A সুফিয়া কামাল

B নির্মলেন্দু গুণ

C সৈয়দ শামসুল হক

D শামসুর রাহমান

Solution

Correct Answer: Option D

'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' গ্রন্থটির লেখক শামসুর রহমান। এটি ১৯৭৭ সালে প্রকাশিত হয়। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ-
* ''প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে'' (১৯৬০)
* ''রৌদ্র করোটিতে'' (১৯৬৩)
* ''বিধ্বস্ত নিলীমা'' (১৯৬৭)
* ''নিরালোকে দিব্যরথ'' (১৯৬৮)
* ''নিজ বাসভূমে'' (১৯৭০)
* ''বন্দী শিবির থেকে'' (১৯৭২)
* ''দুঃসময়ে মুখোমুখি'' (১৯৭৩)
* ''ফিরিয়ে নাও ঘাতক কাটা'' (১৯৭৪)
* ''আদিগন্ত নগ্ন পদধ্বনি'' (১৯৭৪)
* ''এক ধরনের অহংকার'' (১৯৭৫)
* ''আমি অনাহারী'' (১৯৭৬)
* ''শূন্যতায় তুমি শোকসভা'' (১৯৭৭) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions