'কথোপকথন' এর রচয়িতা কে?

A রামমোহন রায়

B উইলিয়াম কেরি

C রামরাম বসু

D গোলকনাথ শর্মা

Solution

Correct Answer: Option B

- উইলিয়াম কেরী রচিত বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ এবং বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন 'কথোপকথন' (১৮০১)।
- একাধিক মানুষের মুখের সাধারণ কথা বা কথোপকথন বা ডায়লগ এ গ্রন্থের উপজীব্য।
- কেরী রচিত বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ 'ইতিহাসমালা' (১৮১২)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions