Solution
Correct Answer: Option B
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়।
- এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
- নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত।
- এর বিচারক সংখ্যা ১৫ জন।
- বিচারকদের পদের মেয়াদ ৯ বছর।
- তবে ICJ এর সভাপতির মেয়াদকাল ৩ বছর।