'প্রফুল্ল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
A বিফুল্ল
B বিমর্ষ
C বিষাদ
D কষ্ট
Solution
Correct Answer: Option B
'প্রফুল্ল' এর বিপরীতার্থক শব্দ - বিমর্ষ।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দঃ
অবনত - উন্নত
আকুঞ্চন - প্রসারণ
তস্কর - সাধু
ঋজু - বক্র
হাল - সাবেক
তাপ - শৈত্য।