বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন-
A রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
B মাইকেল মধুসূদন দত্ত
C ঈশ্বর গুপ্ত
D ভারতচন্দ্র
Solution
Correct Answer: Option B
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩) । ১৮৪৩ সালে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়া মাইকেল তার 'পদ্মাবতী' নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। তবে অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটান 'তিলোত্তমাসম্ভব' কাব্যে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' এবং সার্থক ট্র্যাজেডি নাটক 'কৃষ্ণকুমারী 'র রচিয়তা ও মাইকেল মধুসূদন দত্ত।