The train is running sixty ____ miles.
Solution
Correct Answer: Option A
- এই বাক্যটিতে ট্রেনটির গতিবেগ বা স্পিড (speed) প্রকাশ করা হচ্ছে।
- কোনো কিছুর নির্দিষ্ট গতি (speed) বা হার (rate) বোঝানোর জন্য preposition হিসেবে 'at' ব্যবহৃত হয়।
- সুতরাং, ট্রেনটি কত বেগে চলছে তা নির্দিষ্ট করে বোঝাতে এখানে সঠিক preposition হলো 'at'।
- অন্যান্য অপশনগুলো (to, for, by) গতিবেগ বোঝানোর ক্ষেত্রে এই বাক্যে অর্থগতভাবে সঠিক নয়।