'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?

A সন্ধিজনিত

B উপসর্গজনিত

C প্রত্যয়জনিত

D বিভক্তিজনিত

Solution

Correct Answer: Option C

উৎকৃষ্ট শব্দটি একটি বিশেষণ, যার বিশেষ্য রূপ উৎকর্ষ। উৎকর্ষ শব্দটি নিজেই বিশেষ্য। তাই এর শেষে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় “তা” যোগ করে একে নতুন করে বিশেষ্য বানানোর কোনো প্রয়োজন নেই। এ ধরনের ভুলকে বাহুল্য দোষ বলা হয়, এ কারণেই উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions