Solution
Correct Answer: Option C
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে ৫০টি।
- এই বর্ণগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয় – স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ।
- বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা হলো ১১টি (অ থেকে ঔ পর্যন্ত)।
- এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা হলো ৩৯টি (ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত)।
- সুতরাং, মোট বর্ণ সংখ্যা হলো ১১ (স্বরবর্ণ) + ৩৯ (ব্যঞ্জনবর্ণ) = ৫০।