তিন গজ কাপড় থেকে ১.৫ ফুট করে তিনটি টুকরা কাটা হলে কত টুকু কাপড় অবশিষ্ট রইল?
A ৪.৫ ফুট
B ৬ ফুট
C ৫ ফুট
D ৬.৫ ফুট
Solution
Correct Answer: Option A
প্রথমে আমাদের জানতে হবে কত ফুট কাপড় আছে।
১ গজ = ৩ ফুট
৩ গজ = ৩ * ৩ = ৯ ফুট
কাপড় কাটা হয়েছে-
১.৫ ফুট/টুকরা * ৩ টুকরা = ৪.৫ ফুট
অবশিষ্ট কাপড়ের পরিমাণ= ৯ ফুট (সম্পূর্ণ কাপড়) - ৪.৫ ফুট (কাটা কাপড়)
= ৪.৫ ফুট