ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?

A ধ্বনি

B বর্ণ

C ধাতু

D ক্রিয়াবিভক্তি

Solution

Correct Answer: Option D

- ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে প্রধানত দুইটি অংশ পাওয়া যায়।
- প্রথম অংশটি হলো ক্রিয়ার মূল, যাকে ধাতু বলে।
- এবং দ্বিতীয় অংশটি হলো ক্রিয়াবিভক্তি, যা ধাতুর সাথে যুক্ত হয়।
- ক্রিয়াবিভক্তি কাল (tense) ও পুরুষ (person) ভেদে পরিবর্তিত হয়।
- যেমন: 'পড়ছি' ক্রিয়াপদটিতে 'পড়্‌' হলো ধাতু এবং 'ছি' হলো ক্রিয়াবিভক্তি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions