নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত?

A কুসুমিত

B মোলোয়েম

C পঙ্কিল

D নীলিমা

Solution

Correct Answer: Option D

ইমন প্রত্যয় বিশেষ্য গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ নীল+ইমন = নীলিমা; মহৎ + ইমন = মহিমা । 
ইল প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ পঙ্ক + ইল = পঙ্কিল; ফেল + ইল = ফেনিল । 
ইত্য প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ কুসুম + ইত = কুসুমিত; তরঙ্গ + ইত = তরঙ্গিত । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions