ইমন প্রত্যয় বিশেষ্য গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ নীল+ইমন = নীলিমা; মহৎ + ইমন = মহিমা ।
ইল প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ পঙ্ক + ইল = পঙ্কিল; ফেল + ইল = ফেনিল ।
ইত্য প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয় । যেমনঃ কুসুম + ইত = কুসুমিত; তরঙ্গ + ইত = তরঙ্গিত ।