সংবিধানের কোন ভাগে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে?

A ১ম

B ২য়

C ৩য়

D ৫ম

Solution

Correct Answer: Option B

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ২য় ভাগের ৮নং থেকে ২৫ নং অনুচ্ছেদে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে।
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগরাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলো হল- 
০৮.মূলনীতিসমূহ    
০৯.জাতীয়তাবাদ   
১০.সমাজতন্ত্র ও শোষণমুক্তি    
১১.গণতন্ত্র ও মানবাধিকার    
১২.ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা   
১৩.মালিকানার নীতি   
১৪.কৃষক ও শ্রমিকের মুক্তি   
১৫.মৌলিক প্রয়োজনের ব্যবস্থা   
১৬.গ্রামীণ উন্নয়ন ও কৃষি-বিপ্লব   
১৭.অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা   
১৮.জনস্বাস্থ্য ও নৈতিকতা   
১৯.সুযোগের সমতা   
২০.অধিকার ও কর্তব্যরূপে কর্ম   
২১.নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য   
২২.নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ আলাদা 
২৩.জাতীয় সংস্কৃতি   ২৩ক.উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠি ও সম্প্রদায়ের সংস্কৃতি    
২৪.জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি   
২৫.আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions