একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 96°ঐ ত্রিভুজের অপর কোণটি কত?
Solution
Correct Answer: Option B
আমরা জানি, সমান বাহু দুটির বিপরীত কোণদ্বয়ও সমান হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি, একটি কোন ৯৬ হএল অপরটি ১৮০ - ৯৬ = ৮৪
অর্থাৎ, বাকী দুটি কোণের সমষ্টি ৮৪ ডিগ্রি, তাহলে একটি কোন ৪২ ডিগ্রি