Solution
Correct Answer: Option A
ইউসুফ-জোলেখা ফারসি থেকে বাংলায় অনূদিত। ইউসুফ-জোলেখা’র মূল গ্রন্থের নাম- ইউসুফ ওয়া জুলাইখা। মূল রচয়িতা জামী। অনুবাদ- শাহ মুহম্মদ সগীর, আবদুল হাকিম, গরীবুল্লাহ।
মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি ছিলেন আলাওল। তিনি ছিলেন আরাকান রাজসভার কবি।
তার সাহিত্যকর্ম গুলো হলোঃ
- পদ্মাবতী,
- হপ্ত পয়কর,
- সিকান্দারনামা,
- তোহফা,
- সয়ফুলমুলক বদিউজ্জামাল।