একটি আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের তিন-পঞ্চমাংশ ,দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ হবে?

A ১০০%

B ২০০%

C ৩০০%

D ৪০০%

Solution

Correct Answer: Option D

ধরি, আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার 
  প্রস্থ = ৩x/৫ মিটার 
 অতএব, ক্ষেত্রফল = ৩x /৫ বর্গমিটার 
আবার, নতুন আয়তাকার জমির দৈর্ঘ্য ২x মিটার 
   নতুন প্রস্থ = ৬x/৫ মিটার 
    অতএব, নতুন ক্ষেত্রফল = ১২x /৫ বর্গমিটার 
    ক্ষেত্রফল শতকরা বাড়ে = (১২x /৫ × ৫/৩x  × ১০০)% 
                                 = ৪০০% 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions