'বাঁশী বাজে ঐ মধুর লগনে' --- এটি কোন বাচ্য?
A কর্মকর্তৃবাচ্য
B কর্মবাচ্য
C কর্তৃবাচ্য
D ভাববাচ্য
Solution
Correct Answer: Option A
যে বাক্যে কর্মপদই কতৃস্থানীয় হয়ে ওঠে বাক্য গঠন করে, তাই কর্মকতৃবাচ্য নামে পরিচিত ।যেমনঃ০১।কাজটি ভাল দেখায় না। ০২।বাশি বাজে ঐ মধুর লগনে। ০৩।সুতি কাপড় অনেক দিন টেকে।