'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ -

A জন + ইক

B জন + এক

C জনৈ + এক

D জন + ঈক

Solution

Correct Answer: Option B

'অ' কার কিংবা 'আ' কারের পর 'এ' কার কিংবা 'ঐ' কার হয়; 'ঐ' কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । যেমনঃ 
    অ+এ = ঐ        জন + এক = জনৈক । 
   আ + এ = ঐ      সদা + এব = সদৈব । 
   অ + ঐ = ঐ       মত + ঐক্য = মতৈক্য । 
   আ + ঐ = ঐ       মহা + ঐশ্বর্য = মনৈশ্বর্য । 
  
      এরূপঃ হিতৈষী, সর্বৈব, অতুলৈশ্বর্য ইত্যাদি । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions