'অ' কার কিংবা 'আ' কারের পর 'এ' কার কিংবা 'ঐ' কার হয়; 'ঐ' কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । যেমনঃ
অ+এ = ঐ জন + এক = জনৈক ।
আ + এ = ঐ সদা + এব = সদৈব ।
অ + ঐ = ঐ মত + ঐক্য = মতৈক্য ।
আ + ঐ = ঐ মহা + ঐশ্বর্য = মনৈশ্বর্য ।
এরূপঃ হিতৈষী, সর্বৈব, অতুলৈশ্বর্য ইত্যাদি ।