৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে?
Solution
Correct Answer: Option A
লোক অবশিষ্ট রইলো = ৩০ - ১৫ = ১৫ জন
দিন অবশিষ্ট রইলো = ২৪ - ১২ = ১২ দিন
৩০ জনের যদি ১২ দিন প্রয়োজন হয় তাহলে, ১৫ জনের আরও বেশি দিন প্রয়োজন, অর্থাৎ, (১২ × ২) = ২৪ দিন
লোকসংখ্যা অর্ধেক কমেছে তাই দিনের সংখ্যা দ্বিগুন হয়েছে।