ঘর্ষণ শক্তি সর্বদা .... দিকে কাজ করে, যে দিকে বস্তু, বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে। 

A বিপরীত

B লম্বভাবে

C আনতভাবে

D সমানভাবে

Solution

Correct Answer: Option A

- দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে, তবে বস্তু দুটির স্পর্শতলে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে।

- যে বল গতিশীল বস্তুটির গতি পথে বাধা সৃষ্টি করে তাকে ঘর্ষণ বল বলে।
- ঘর্ষণ বল সর্বদা কোন বস্তু যেদিকে সরে যাচ্ছে তার বিপরীত দিকে কাজ করে।
- একটি খেলনা মোটরকে মেঝের উপর গড়িয়ে দিতে তার উপর বল প্রয়োগ করতে হয়। ফলে খেলনাটি মেঝের উপর গতিশীল হয়। কিন্তু দেখা যায়, খেলনাটি কিছুদূর যাওয়ার পর থেমে গেছে।
- মেঝের সাথে খেলনাটির পাস্পরিক ঘর্ষণের ফলে খেলনাটি কিছু দূর যাওয়ার পর থেমে যায়। খেলনাটি যখন মেঝের উপর গতিশীল থাকে তখন খেলনা ও মেঝের পারস্পরিক ঘর্ষণের ফলে একটি ঘর্ষণ বলের উৎপত্তি হয়।
- এ ঘর্ষণ বল গতির বিপরীত দিকে ক্রিয়া করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions