Solution
Correct Answer: Option A
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' সেপ্টেম্বর, ১৯২২ সালে প্রকাশিত হয়।
কবি নজরুলের কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- দোলনচাঁপা,
- জিঞ্জিরা,
- প্রলয় শিখা ইত্যাদি।
রবীন্দ্রনাথ ঠকুরের কাব্যগ্রন্থ:
- সোনার তরী,
- মানসী,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- খেয়া,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- পুনশ্চ,
- পত্রপূট,
- শেষলেখা,
- সেঁজুতি।