নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
A রাজর্ষি
B নীলকণ্ঠ
C অহিনকুল
D গ্রামান্তর
Solution
Correct Answer: Option C
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- এ সমাসে উভয় পদই বিশেষ্য এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে।
- যেমন: অহি ও নকুল = অহিনকুল।