একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে দুইটি ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুইটিতে যথাক্রমে ৮৬৮ লিটার ও ৯৮০ লিটার দুধ রাখলেন। ১ লিটার দুধের দাম ৩৫ টাকা হলে দুইটি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে?
A ৬৪,৬৮০ টাকা
B ৫০,৫০০ টাকা
C ৬০,৩০০ টাকা
D ৭০,২০০ টাকা
Solution
Correct Answer: Option A
দুটি ড্রামে মোট দুধ = ৮৬৮ + ৯৮০ = ১৮৪৮ লিটার
১ লিটার দুধের দাম ৩৫ টাকা
১৮৪৮ লিটার দুধের দাম ১৮৪৮ x ৩৫ = ৬৪৬৮০ টাকা