একটি বাঁশের ০.১৫ অংশ কাদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
A ২০ মিটার
B ২২ মিটার
C ১৮ মিটার
D ২৬ মিটার
Solution
Correct Answer: Option A
ধরি, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ
পানিতে ও কাদায় আছে = .১৫ + .৬৫ = .৮০ অংশ
∴ পানির উপরে আছে = ১ - .৮০ অংশ
= .২০ অংশ
প্রশ্নমতে,
০.২০ অংশ = ৪ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪/.২০ মিটার
= ২০ মিটার