একটি প্লেনে যাত্রী সংখ্যা ৪৭। ইকোনমি ক্লাসের ভাড়া মাথা পিছু ৩০০০ টাকা, যা বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক। মোট ভাড়া ১৬৮০০০ টাকা হলে, বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যা কত?
Solution
Correct Answer: Option D
মনে করি,
বিজনেস ক্লাসের যাত্রীর সংখ্যা = x জন
∴ ইকোনমি ক্লাসের যাত্রীর সংখ্যা = (৪৭ - x) জন
প্রশ্নমতে,
২ × ৩০০০ × x + ৩০০০ × (৪৭ - x) = ১৬৮০০০
⇒ ৬০০০x + ১৪১০০০ - ৩০০০x = ১৬৮০০০
⇒ ৬০০০x - ৩০০০x = ১৬৮০০০ - ১৪১০০০
⇒ ৩০০০x = ২৭০০০
⇒ x = ৯