নিচের কোন চুক্তির ফলে ৩০ বছরের যুদ্ধ সমাপ্ত হয়?
A ডেটন শান্তিচুক্তি
B সেভার্স চুক্তি
C ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি
D ভার্সাই চুক্তি
Solution
Correct Answer: Option C
• ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি হল ইউরোপে ধর্ম এবং রাজনীতি নিয়ে ১৬১৮ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তির জন্য স্বাক্ষরিত শান্তিচুক্তি।
• এটি ১৬৪৮ সালের ২৪ অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে স্বাক্ষরিত হয়।
• ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় ১৬৪৮ সালে স্বাক্ষরিত এই চুক্তির ফলে ৩০ বছরের যুদ্ধ সমাপ্ত হয়।