একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি ২২০ মি. দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
এখানে,
৪৮ কি.মি. = ৪৮০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৪৮০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৪৮০০০/৩৬০০ মি
৩০ সেকেন্ড অতিক্রম করে (৪৮০০০ × ৩০)/৩৬০০ মি
= ৪০০ মি
প্রশ্নমতে,
ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ৪০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (৪০০ - ২২০) মি. = ১৮০ মি