হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী?

A মৃণাল হক

B এহসান খান

C মইনুল হক

D ভাস্কর রাশা

Solution

Correct Answer: Option B

- হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরী করা হয়েছে।
- এ প্রকল্প এলাকাটি উদ্ধোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি।
- এর নকশা পরিকল্পনাকারী হলেন - এহসান খান। 
- এহসান খান একজন বাংলাদেশি স্থপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
- তিনি স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা।
- ২০১০ সালে এহসান খান তার ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার প্রকল্পের জন্য আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার-এর জন্য মনোনীত হন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions