নিচের কোনটি কবি আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ?
Solution
Correct Answer: Option A
মীর আবদুস শুকুর আল মাহমুদ (১৯৩৬-২০১৯): যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। কাব্যগ্রন্থ লোক লোকান্তর (১৯৬৩) সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়।
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- লোক লোকান্তর,
- কালের কলস,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি ।
তাঁর রচিত উপন্যাস
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি ।
তাঁর রচিত গল্পগ্রন্থ
- পানকৌড়ির রক্ত
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ ।