Solution
Correct Answer: Option D
- ব্রিটিশ প্রধামনন্ত্রী ডিউক অব ওয়েলিংটন এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে ১৮১৫ সালে এ যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধটি হয়েছিল বেলজিয়ামের ওয়াটার-লু গ্রামে।
- ওয়াটার-লু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত এবং বন্দি হয়ে ফরাসি সম্রাজ্য হারান।
- নেপোলিয়নকে প্রথমে সেন্ট এলবা এবং পরে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়।
- ১৮২১ খ্রি: সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়।
- ওয়াটার লু মূলত বেলজিয়ামের একটি গ্রামের নাম।