৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের ভেতরের চারদিকে সমান প্রশস্ত রাস্তা আছে। রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল ১২০০ বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া?
Solution
Correct Answer: Option C
ধরি, রাস্তাটি চওড়া = ক মিটার
তাহলে,
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = ৫০ - ২ক
রাস্তাবাদে বাগানের প্রস্থ = ৪০ - ২ক
∴ রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৫০ - ২ক)(৪০ - ২ক)
প্রশ্নমতে, (৫০ - ২ক)(৪০ - ২ক) = ১২০০
⇒ ২০০০ - ১০০ক - ৮০ক + ৪ক২ - ১২০০ = ০
⇒ ক২ - ৪৫ক + ২০০ = ০
⇒ ক২ - ৪০ক - ৫ক + ২০০ = ০
⇒ ক(ক - ৪০) - ৫(ক - ৪০) = ০
⇒ (ক - ৪০) (ক - ৫) = ০
এখানে, ক = ৪০
এবং ক = ৫
কিন্তু ক ≠ ৪০
∴ রাস্তাটি ৫মিটার চওড়া।