কবির সাহেব তাঁর ৫৬০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন?
A ৫৬,০০০ টাকা
B ৪০,০০০ টাকা
C ৪৩,০০০ টাকা
D ৫০,০০০ টাকা
Solution
Correct Answer: Option B
মনে করি,
১০% মুনাফায় বিনিয়োগ করে ক টাকা
১২% মুনাফায় বিনিয়োগ করে (৫৬০০০ - ক) টাকা
প্রশ্নমতে,
{(ক x ১০)/১০০} + [{(৫৬০০০ - ক) x ১২}/১০০] = ৬৪০০
⇒ [১০ক + {(৫৬০০০ - ক) x ১২}]/১০০ = ৬৪০০
⇒ ১০ক + ৬৭২০০০ - ১২ক = ৬৪০০০০
⇒ - ২ক = - ৩২০০০০
⇒ ক = ১৬০০০
∴ ১২% মুনাফায় বিনিয়োগ করেন = (৫৬০০০ - ১৬০০০) টাকা = ৪০০০০ টাকা