একটি আয়তকার লোহার দৈর্ঘ্য ১০০০ সে.মি., প্রস্থ ১০০ সে.মি. ও পুরুত্ব ১ সে.মি.। ১ ঘন সে.মি. লোহার ওজন ৭.৫ গ্রাম হলে লোহার টুকরার ওজন কেজিতে কত?
Solution
Correct Answer: Option C
লোহার টুকরাটির আয়তন হলো (দৈর্ঘ্য × প্রস্থ × পুরুত্ব)।
আয়তন = (১০০০ × ১০০ × ১) ঘন সে.মি. = ১০০,০০০ ঘন সে.মি.।
দেওয়া আছে, ১ ঘন সে.মি. লোহার ওজন ৭.৫ গ্রাম।
সুতরাং, ১০০,০০০ ঘন সে.মি. লোহার ওজন হবে (১০০,০০০ × ৭.৫) = ৭৫০,০০০ গ্রাম।
আমরা জানি, ১০০০ গ্রামে ১ কেজি হয়।
অতএব, লোহার টুকরার ওজন কেজিতে হবে (৭৫০,০০০ / ১০০০) = ৭৫০ কেজি।