'এবার মা খেতে ডেকেছেন' বাক্যটি কোন কাল?

A সাধারণ বর্তমান

B পুরাঘটিত বর্তমান

C সাধারণ অতীত

D পুরাঘটিত অতীত

Solution

Correct Answer: Option B

- যে ক্রিয়া পূর্বে সম্পন্ন হয়ে এবং তার ফল বা প্রাসঙ্গিকতা এখনও বর্তমান থাকলে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলা হয়।
- এখানে ক্রিয়া ইতোমধ্যে হয়ে গিয়েছে এবং সেই কাজের ফল-অবস্থা এখনো প্রাসঙ্গিক, অতএব এটি পুরাঘটিত বর্তমান
- যদি কাজ এখনও চলছে তবে তা ঘটমান বর্তমান; যদি অতীতে ঘটে এবং এখন ফল প্রাসঙ্গিক না থেকে শুধুই ঘটনার বর্ণনা হয় তবে সাধারণ অতীত; অতীতের অভ্যাস বোঝালে নিত্যবৃত্ত অতীত
- উদাহরণ: 'আমি এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি।' — কাজ সম্পন্ন এবং ফল এখনো প্রাসঙ্গিক, তাই পুরাঘটিত বর্তমান

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions