লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
Solution
Correct Answer: Option C
বিশ্বের সবচেয়ে ছোট দেশ লোকসংখ্যার দিক থেকে ভ্যাটিকান সিটি (Vatican City)। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং রোম, ইতালির মধ্যে অবস্থিত। ভ্যাটিকান সিটির জনসংখ্যা প্রায় ৭৬৪ থেকে ৮০০ জন (সূত্র: Worlddata.info, Business Insider)। এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, আয়তনের দিক থেকেও। এর মোট আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।