'আমি তাকে চিনি' বাক্যে 'তাকে' শব্দটি কারক ও বিভক্তি-

A কর্তৃকারকে প্রথমা বিভক্তি

B কর্মকারকে প্রথমা বিভক্তি

C কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি

D কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি

Solution

Correct Answer: Option D

- বাক্য বিশ্লেষণে প্রথমে খুঁজতে হয় কর্তা, যাকে খুঁজতে প্রশ্ন করা হয় "কে/কারা?" — যে ব্যক্তি বা পদটি ক্রিয়া করে, সেটিই কর্তা।
- এরপর নির্ণয় করতে হয় কর্ম, অর্থাৎ কার উপর কাজ হচ্ছে; এটি নির্ণয়ের প্রশ্ন "কাকে/কীকে?" দিয়ে পাওয়া যায়।
- বাংলা ভাষায় যেসব শব্দ এই "কাকে/কীকে?" প্রশ্নের উত্তর দেয়, সাধারণত তাদের সঙ্গে '-কে' যোগ হয়; এই চিহ্নকে বলা হয় দ্বিতীয় বিভক্তি
- অতএব যে শব্দটি ক্রিয়ার প্রত্যক্ষ উদ্দেশ্য নির্দেশ করে এবং '-কে' বর্ণ দেয়, সেটি কর্মকারক (দ্বিতীয় বিভক্তি)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions