একটি চৌবাচ্চায় ৬০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার। চৌবাচ্চার গভীরতা কত?
Solution
Correct Answer: Option A
যেহেতু, চৌবাচ্চাটিতে ৬০০০ লিটার পানি ধরে,
সেহেতু চৌবাচ্চাটির আয়তন = ৬০০০ লিটার
= (৬০০০/১০০০) ঘন মিটার [১ ঘন মিটার = ১০০০ লিটার]
= ৬ ঘন মিটার
ধরি,
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার
∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= (৩ × ২ × ক) ঘন মিটার
= ৬ক ঘন মিটার
প্রশ্নমতে,
৬ক = ৬
বা, ক = ৬/৬
∴ ক = ১মিটার
∴ চৌবাচ্চাটির গভীরতা= ১ মিটার