যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
A কর্তৃ কারক
B কর্ম কারক
C করণ কারক
D অপাদান কারক
Solution
Correct Answer: Option D
• অপাদান কারক: যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে।
• এই কারকে সাধারণত 'হতে’, ‘থেকে' ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন -
- ধান থেকে চাল পাই।