Special Drawing Right (SDR) এ কোন মুদ্রা ব্যবহৃত হয় না?
Solution
Correct Answer: Option C
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে IMF -এর এলিট ক্লাব Special Drawing Rights (SDR) গঠিত ।
- SDR -এর সুবিধা প্রবর্তনের জন্য IMF ১৯৬৯ সালে গঠনতন্ত্র সংশোধন করেছিল ।
- এ ক্লাবের সদস্য পাঁচটি মুদ্রা হলো মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান ।