‘ভূমধ্যসাগরের বাতিঘর' বলা হয় কোন আগ্নেয়গিরিকে ?
A স্ট্রম্বোলী
B ইটনা
C পাভলভ
D সাপ্তামারিয়া
Solution
Correct Answer: Option A
- স্ট্রম্বোলি হল একটি সক্রিয় আগ্নেয়গিরি।
- এটি ইতালির তিনটি সক্রিয় আগ্নেয়গিরি গুলির মধ্যে একটি।
- স্ট্রম্বোলি হল টাইরহেনিয়ান সাগরের মধ্যে অবস্থিত একটি ছোট দ্বীপ।
- টাইরহেনিয়ান সাগর হল ভূমধ্যসাগরের অংশ।
- এটিকে ভূমধ্যসাগরের বাতিঘরও বলা হয়।