বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?

A রাজা প্রতাপাদিত্য চরিত্র

B হুতোম প্যাঁচার নকশা

C বুড়ো শালিকের ঘারে রোঁ

D বেহুলা প্যাঁচালী

Solution

Correct Answer: Option A

- রামরাম বসু রচিত বাঙালির লেখা, বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ ও বাংলা গদ্যে প্রথম জীবনচরিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এটি তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য রচনা করেন।
- তাঁর রচিত প্রথম বাংলা পত্রসাহিত্য ‘লিপিমালা’ (১৮০২)।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৫৯)।
- কালীপ্রসন্ন সিংহ রচিত রম্যরচনা ‘হুতোম প্যাঁচার নকশা’ (১৮৬২)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions