Solution
Correct Answer: Option A
- নানা অবাস্তব ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে রচিত সাহিত্যই রূপকথা।
- দক্ষিণারঞ্জন মিত্র সংগৃহীত রূপকথার গ্রন্থ 'ঠাকুরমার ঝুলি' (১৯০৭)।
- ৮৪টি চিত্র সম্বলিত এ গ্রন্থে ৪টি ভাগে মোট ১৮টি গল্প অন্তর্ভুক্ত হয়েছে।
দক্ষিণারঞ্জন মিত্র সংগৃহীত রূপকথার অন্যান্য গ্রন্থ:
- 'ঠাকুরদাদার ঝুলি',
- 'ঠানদিদির থলে',
- 'কিশোরদের মন'।