Solution
Correct Answer: Option C
- আসিয়ান জাতিসংঘের সহযোগী সংস্থা নয়।
- ৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of Southeast Asian Nations (ASEAN) প্রতিষ্ঠা লাভ করে।
- এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে।
- Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি।
- প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।
অন্যদিকে
- WHO এবং ILO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- সংস্থা দুটি যথাক্রমে ১৯৪৮ ও ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এদের সদর দপ্তর জেনেভায় অবস্থিত।