কার্বুরেটর কোন ইঞ্জিনের ব্যবহার করা হয়?

A পেট্রোল

B ডিজেল

C গ্যাস

D স্টীম

Solution

Correct Answer: Option A

- কার্বুরেটর এমন একটি যন্ত্র, যা মোটর গাড়ির প্রকোষ্ঠে বায়ু ও জ্বালানির (পেট্রোল) মিশ্রণ প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
- কার্বুরেটরকে অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের হৃৎপিণ্ড বলা হয়।
- এটি শুধু পেট্রোল ইঞ্জিনে পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions