Solution
Correct Answer: Option B
- পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন এবং এটি পরমাণুর সবচেয়ে হালকা কণিকা।
- সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান হলো ইলেকট্রন।
- এর ভর অতি সামান্য। একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় ১৮৩৮ গুণ হালকা।
- ইলেকট্রন একক ঋণাত্মক তড়িৎধর্মী কণা। এর সংকেত e-.