স্টেইনলেস স্টীল নিম্নের কোনটির অ্যালয়-
A আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
B আয়রন ও নিকেল
C আয়রন, নিকেল ও মলিবডেনাম
D আয়রন, ক্রোনিয়াম ও মলিবডেনাম
Solution
Correct Answer: Option A
- স্টেইনলেস স্টিল মূলত এক ধরনের মিশ্রণ।
- এটি লোহার সঙ্গে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম এর মিশ্রণে তৈরি হয়।
- ক্রোমিয়ামের কারণে স্টেইনলেস স্টিলে মরিচা পড়ে না।
- ক্রোমিয়াম বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ক্রোমিয়াম অক্সাইড।
- এই ক্রোমিয়াম অক্সাইড খুব সূক্ষ্ম স্বচ্ছ পর্দার আকারে স্টেইনলেস স্টিলের সমস্ত পৃষ্ঠতলকে ঘিরে রাখে।
- ফলে বাতাসের জলীয় বাষ্প বা অক্সিজেন এই পর্দা ভেদ করে ইস্পাতের সংস্পর্শে আসতে পারে না।
- সুতরাং মরিচাও পড়ে না।