ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
A হরমুজ
B জিব্রাল্টার
C বসফরাস
D দার্দানোলিস
Solution
Correct Answer: Option B
- প্রণালি হলো দুটি বৃহৎ জলরাশিকে সংযোগকারী সংকীর্ণ জলপথ।
- জিব্রাল্টার প্রণালি ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে।
- এই প্রণালিটি পূর্ব দিকে ভূ-মধ্যসাগরকে এবং পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
- হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে এবং বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মর সাগরকে যুক্ত করে।